বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব।
Advertisement
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাইফুল হক বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশনও প্রস্তুত। জাতীয় ঐকমত্য কমিশন দেড় থেকে দুই মাসের মধ্যে তাদের কাজ শেষ করতে পারবে বলে মনে করি। আইসিটি ট্রাইব্যুনালে বিচার চলছে। এখন মূলত প্রশাসনের প্রস্তুতি দরকার।’
তিনি আরও বলেন, ‘সরকার যদি স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তাহলে দুই-তিন মাসের মধ্যে প্রশাসনকে পুনর্গঠন করা সম্ভব। সে ক্ষেত্রে অপ্রয়োজনীয় সময় নেওয়ার সুযোগ নেই।’
Advertisement
নির্বাচন নিয়ে অহেতুক দেরি হলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করে সাইফুল হক বলেন, ‘বাংলাদেশ যেন কোনো পরাশক্তির প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
সাইফুল হক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখার আহ্বান জানান।
কেএইচ/এমএএইচ/এএসএম
Advertisement