জাতীয়

বোয়ালখালীতে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

বোয়ালখালীতে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালীতে দেশীয় অস্ত্রসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বোয়ালখালী থানাধীন শ্রীপুর খরণদ্বীপ এলাকা থেকে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

এসময় তাদের কাছ থেকে ৪ রাউন্ড রাইফেল অ্যামোনিশন, ১০ রাউন্ড শটগান অ্যামোনিশন, ৩টি পাসপোর্ট, ২৫টি মোবাইল ফোন, ২১টি দেশীয় অস্ত্র ও নগদ ১ লাখ ৭৬ হাজার ৪২৫ টাকা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬) ও মো. মোর্শেদ (৪৭)।

বোয়ালখালী উপজেলার লে. কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুন বলেন, গ্রেফতাররা খরণদ্বীপ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনসহ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমকেআর/এমএস