দেশজুড়ে

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ দুই ইউপি সদস্য আটক

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ দুই ইউপি সদস্য আটক

ভোলায় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ দুই ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ, তিনটি দেশীয় অস্ত্র ও ৯টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

Advertisement

আটকরা হলেন ভোলার মদনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলাউদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান ও একই ইউনিয়নের জহির উদ্দিন বাবর।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে দৌলতখান উপজেলার মদনপুর চর এলাকায় একটি অভিযান চালানো হয়। ওই সময় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র ও জাল নোটসহ তিনজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্র, কার্তুজ ও জাল নোটসহ তাদের থানায় হস্তান্তর করা হবে।

জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/এমএস

Advertisement