টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত সাইফুল আলম (৫০) সাকরাইল পশ্চিমপাড়া এলাকার মৃত একে সাব্বির আহমেদের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, এক মাছ চাষিকে নিয়ে ভোর ৪টার দিকে হ্যাচারি থেকে মাছের পোনা আনার জন্য মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হন সাইফুল আলম। পরে তারা মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে তিন ছিনতাই মোটরসাইকেল নিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাইফুল আলম তাদের টাকা দিতে দেরি করায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এসময় সাইফুল আলমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
Advertisement
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীরা সাইফুলের কাছে থাকা ২০-৩০ হাজার ও একটি স্মার্টফোন নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার।
তিনি আরও বলেন, ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে মামলার প্রস্তটি চলছে।
আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/এমএস
Advertisement