রাজনীতি

ছাত্র ইউনিয়নের ৪২তম সম্মেলন অনুষ্ঠিত

ছাত্র ইউনিয়নের ৪২তম সম্মেলন অনুষ্ঠিত

‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বৈষম্যহীন সমাজ ও শিক্ষাব্যবস্থা’-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে।

Advertisement

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় সম্মেলন শুরুর কথা থাকলেও কিছু বিলম্বে অনুষ্ঠান শুরু হয় দুপুর ২টায়।

সম্মেলনের উদ্বোধন করেন গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান।

তিনি তার বক্তব্যে শহীদদের স্বপ্ন ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সন্তান হত্যার বিচার নিয়ে যদি সরকার তালবাহানা করে, তবে স্বজনহারা মানুষ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামবে।

Advertisement

তিনি আরও বলেন, বৈষম্যের বিরুদ্ধে যে স্বপ্ন নিয়ে হাজার হাজার মানুষ রাজপথে নেমেছিল, সেই স্বপ্ন ক্রমেই দূরে সরে যাচ্ছে। এখন গণঅভ্যুত্থানের নাম করে একধরনের ব্যবসা শুরু হয়েছে, যার ফলে নির্দোষ মানুষকে হয়রানি করা হচ্ছে। এটি গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি।

এসময় তিনি পান্থকুঞ্জ ও হাতিরঝিল রক্ষা আন্দোলনের দাবিগুলো সরকারিভাবে মেনে নেওয়ারও আহ্বান জানান।

সম্মেলনের প্রস্তুতি পরিষদের আহ্বায়ক তামজীদ হায়দার চঞ্চল বলেন, জুলাইয়ের আন্দোলন এখনো শেষ হয়নি। সরকার যেন স্বাধীনতাবিরোধী ও ধর্মব্যবসায়ীদের কাছে আত্মসমর্পণ করেছে। কিন্তু জনগণ তা মেনে নেবে না।

ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী সরকার পতনের এক বছরও হয়নি, অথচ সেই গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন থেকে সরকার সরে যাচ্ছে। শহীদদের চিকিৎসা, পরিবারে সহায়তা, পুলিশের নির্যাতন -সব মিলিয়ে সরকারের নিষ্ক্রিয়তা শহীদদের রক্তের সঙ্গে সরাসরি বেঈমানি।

Advertisement

সম্মেলনের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল রনি এবং সভাপতিত্ব করেন সভাপতি রাগীব নাঈম।

সম্মেলনে অংশগ্রহণ করেন বিপ্লবী ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ হরিজন ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা।

এফএআর/এমএইচআর/এমএস