ঘুস নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
Advertisement
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে হাজির করে দুদক। এসময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের ফাঁদ অভিযানে গতকাল বুধবার ঘুসের টাকা নেওয়ার সময় কুতুবউদ্দিন সোহেলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন ঘুস গ্রহণকালে গ্রেফতার ডিএসসিসির ওয়ার্ড সচিবদুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সবুজবাগের পূর্ব বাসাবোতে অবস্থিত লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Advertisement
অভিযোগে বলা হয়, নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি করপোরেশনের ছাড়পত্র প্রয়োজন ছিল। আবেদনপত্র জমার পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুস দাবি করেন।
এমআইএন/এমকেআর/জিকেএস