আন্তর্জাতিক

গোয়েন্দা ব্যর্থতা, নিরাপত্তা ঘাটতি তদন্তের দাবি কংগ্রেসের

গোয়েন্দা ব্যর্থতা, নিরাপত্তা ঘাটতি তদন্তের দাবি কংগ্রেসের

কাশ্মীরে সাম্প্রতিক ভয়াবহ হামলার পর, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। দলটি হামলার পেছনে গোয়েন্দা তথ্যের ব্যর্থতা এবং নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।

Advertisement

কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) এক বিবৃতিতে বলা হয়, যে এলাকায় হামলা ঘটেছে, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণাধীন। তাই এই হামলা ঠেকাতে গোয়েন্দা ব্যর্থতা এবং নিরাপত্তা ঘাটতির একটি বিস্তৃত ও স্বচ্ছ বিশ্লেষণ অত্যন্ত জরুরি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে দলের বিবৃতিটি শেয়ার করেন। এতে আরও বলা হয়, জনস্বার্থে এই প্রশ্নগুলো তোলা আবশ্যক। কেবল সঠিক তদন্ত ও জবাবদিহিতার মাধ্যমেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায়বিচার পেতে পারে।

সংশ্লিষ্ট বিবৃতিতে কংগ্রেস পার্টি আগামী অমরনাথ যাত্রা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রতি বছর লক্ষাধিক হিন্দু তীর্থযাত্রী এই যাত্রায় অংশ নেন। সিডব্লিউসি বলেছে, অমরনাথ যাত্রার আগে অবিলম্বে একটি শক্তিশালী, স্বচ্ছ ও সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Advertisement

কাশ্মীরের অনন্তনাগে গত মঙ্গলবার প্রাণঘাতী হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন। প্রথমে জানা যায়, নিহত সবাই পর্যটক ছিলেন। কিন্তু সেখানে সাধারণ পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানো হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে দায় স্বীকার করা কাশ্মীরের একটি বিদ্রোহী গ্রুপ দ্য রেজিসট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।

গ্রুপটি জানিয়েছে, বিবৃতিতে আরও বলা হয়, এটি কোনো সাধারণ পর্যটক দল ছিল না, বরং গবেষণার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি গোপন সংস্থা ছিল। যাদেরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তাদের সঙ্গে ভারতের নিরাপত্তা বাহিনীর সম্পর্ক রয়েছে।

টিআরএফ বলেছে, এই হামলা শুধু দিল্লির জন্যই নয়, বরং যারা দিল্লির প্রশ্নবিদ্ধ কৌশলগুলোকে সমর্থন করে তাদের জন্যও একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে। সেই সঙ্গে অঞ্চলটিতে নিজেদের কার্যক্রম বাড়ানোর কথাও জানিয়েছে গ্রুপটি।

সূত্র: আল জাজিরা

Advertisement

এসএএইচ