জাগো জবস

বিসিএসে আবেদনের সময় নয়, ভাইভার আগে হবে ক্যাডার চয়েজ

বিসিএসে আবেদনের সময় নয়, ভাইভার আগে হবে ক্যাডার চয়েজ

বিসিএসের আবেদনের সময় একজন চাকরিপ্রার্থীকে ক্যাডার চয়েজ (পছন্দ) করতে হয়। পরে যখন ওই প্রার্থী প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন, তখন তার মত পাল্টে যায়। কিন্তু তখন আর ক্যাডার চয়েজ পরিবর্তন করার সুযোগ থাকে না।

Advertisement

সেজন্য প্রার্থীরা ভাইভার আগে ক্যাডার চয়েজ দেওয়ার সুযোগ রাখার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি পূরণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী বিসিএস থেকে আবেদনের সময় নয়, ভাইভার আগে ক্যাডার চয়েজ দেওয়া যাবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবিধানিক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এ তথ্য জানান।

পিএসসি চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন থেকে শিক্ষার্থীদের দাবি ছিল যে, ক্যাডার চয়েজ ভাইভার আগে দিতে পারলে তাদের জন্য সুবিধা হয়। আমরা তাদের দাবির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি ভাইভার আগেই প্রার্থীরা ক্যাডার চয়েজ দিতে পারবেন।

Advertisement

অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, বিসিএস পরীক্ষার পর ভেরিফিকেশনের নামে বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ ছিল। সেটা যাতে না হয়, এটির জন্য আমরা নিজেরাই শিক্ষার্থীদের প্রাক-যাচাই করবো। পরবর্তী সময়ে প্রতিষ্ঠান চাইলে তারাও ভেরিফিকেশন করতে পারে। এতে আর প্রার্থীদের কোনো প্রকার হয়রানির শিকার হতে হবে না।

ফলাফল দ্রুত দিতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিসিএস পরীক্ষার খাতা দেখার ডাবল এক্সামিনার (দুজন পরীক্ষক) পদ্ধতি ছিল। সেটাতে কিছুটা পরিবর্তন করে নতুন নিয়মে খাতা দেখা হবে। তাছাড়া পুরো কমিশনের কাজের প্রক্রিয়া সুনির্দিষ্ট সময়ে শেষ করার জন্য মাস্টার ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে। যাতে বিসিএস পরীক্ষার মধ্যে কোনো ধরনের জট না থাকে। এতে খুব দ্রুত ফলাফল দেওয়া সম্ভব হবে।

নন-ক্যাডারে নিয়োগ বাড়াতে বিধিমালা পরিবর্তনের কাজ চলছে জানিয়ে চেয়ারম্যান বলেন, ২০২৩ সালের নিয়োগ বিধিমালা পরিবর্তনের জন্য কাজ করছি আমরা। যেভাবে বিধিমালা করা হচ্ছে, তাতে আরও বেশি সংখ্যক প্রার্থীদের জন্য নন-ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে পিএসসির সদস্য মো. সুজায়েত উল্যা, ড. চৌধুরী সায়মা ফেরদৌসসহ অন্যান্য সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

এএএইচ/এমএইচআর/জিকেএস