শীর্ষ সন্ত্রাসী আরমান আলী পরিচয়ে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার ) জাহেদা পারভীনকে৷ এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সচিব।
Advertisement
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. নাজিমুল হায়দার সচিবকে টেলিফোনে হুমকি ও শাহবাগ থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করেন।
শাহবাগ থানায় করা সাধারণ ডায়েরিতে বলা হয়েছে, আজ (২৪ এপ্রিল) সকাল ১০টায় ০১৭৮৪৯১৬৫০৪ নম্বর থেকে গাজীপুর থেকে জনৈক হাছান সরকারের ছেলে পরিচয়ে নিম্নস্বাক্ষরকারীর (সচিব জাহেদা পারভীন) মোবাইল নম্বর ০১***৯-এ কল করে ফোন ধরিয়ে দেয়। তখন শীর্ষ সন্ত্রাসী আরমান আলী পরিচয়ে সে নিম্ন স্বাক্ষরকারীর নিকট টাকা দাবি করে এবং হুমকি দিয়ে বলে 'অন্যের ছেলেকে সাহায্য করলে নিজের ছেলে বাঁচবে, না হয় আপনার ছেলেকে অপহরণ করা হবে'।
ফোনে প্রাপ্ত হুমকির বিষয়টি অত্যন্ত ভীতিকর ও উদ্বেগজনক বিধায় জরুরি ভিত্তিতে তা জেনারেল ডায়েরিভুক্ত করা প্রয়োজন। বিষয়টি থানার জেনারেল ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় জিডিতে।
Advertisement
আরএমএম/এমএইচআর/জিকেএস