জাতীয়

অননুমোদিত ছুটি কাটিয়ে লঘুদণ্ড পেলেন বেতার কর্মকর্তা

অননুমোদিত ছুটি কাটিয়ে লঘুদণ্ড পেলেন বেতার কর্মকর্তা

অননুমোদিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটানোর কারণে লঘুদণ্ড পেয়েছেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপআঞ্চলিক পরিচালক মো. শরিফুর রহমান। তিনি বর্তমানে সংযুক্তিতে বেতার প্রকাশনা দপ্তরে কর্মরত আছেন। শাস্তি হিসেবে তার বার্ষিক বেতন বৃদ্ধি এক বছরের জন্য স্থগিত রাখার লঘুদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা, ওই কর্মকর্তার ছয় মাসের বহিঃবাংলাদেশ (যুক্তরাষ্ট্র) অর্জিত ছুটি মঞ্জুর করা হয়। ছুটি শেষে গত বছরের ১ ফেব্রুয়ারি তার কর্মস্থলে যোগদানের কথা থাকলেও তিনি কর্মস্থলে যোগদান না করে ১ এপ্রিল যোগদান করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ছুটির মেয়াদ বৃদ্ধির আবেদন করার নিয়ম থাকা সত্ত্বেও তিনি তা না করে অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় বাংলাদেশ বেতার থেকে গত বছরের ১২ মে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়। তার দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক হয়নি।

Advertisement

পরবর্তীসময়ে তার কাছে দ্বিতীয়বার ব্যাখ্যা চাওয়া হয়। ব্যক্তিগত শুনানিতে তিনি জানান, বিদেশে অবস্থানকালীন তার স্ত্রী অসুস্থ হওয়ায় এবং পরবর্তীকালে তিনি যথাসময়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র গ্রহণ করতে পারেননি। তিনি এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে অনিচ্ছাকৃত অনুপস্থিতকালকে অর্জিত ছুটি হিসেবে মঞ্জুরির অনুরোধ করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তার জবাব, শুনানি, লিখিত ও মৌখিক সাক্ষ্য, প্রসিকিউশন শুনানি এবং তথ্য-প্রমাণ ও প্রাসঙ্গিক সব বিষয় পর্যালোচনা করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনীত এ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সে কারণে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তাকে বার্ষিক বেতন বৃদ্ধি এক বছরের জন্য স্থগিত রাখার লঘুদণ্ড দেওয়া হলো। তিনি ভবিষ্যতে এর কোনো বকেয়া সুবিধা পাবেন না।

আরএমএম/এমকেআর/জিকেএস

Advertisement