রাজনীতি

মেয়র পদের গেজেট বিষয়ে জানতে ইসিতে ইশরাক

মেয়র পদের গেজেট বিষয়ে জানতে ইসিতে ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে আদালতের রায় পাওয়ার পর এ নিয়ে গেজেট প্রকাশের বিষয়ে সর্বশেষ তথ্য জানতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

Advertisement

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সাক্ষাৎ হয়। ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ে পরামর্শ চাওয়ার মধ্যে সিইসির সঙ্গে তার এ সাক্ষাৎ হলো।

সিইসির সঙ্গে বৈঠক শেষে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, রায়ের পর ফাইল ইসিতে এসেছে, গেজেট হবে। এরই মধ্যে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটার ফলোআপ, আমাদের ইন্টারনাল ডিসকাশন- যেহেতু আমি বাদী ছিলাম, কী হচ্ছে- সেটার একটা আপডেট নেওয়ার বিষয় রয়েছে।

 

আরও পড়ুন

Advertisement

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা ডিএসসিসির মেয়র পদে বসতে পারবেন ইশরাক?

গেজেট প্রকাশ নিয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়ার দুদিনের মাথায় সিইসির সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন।

ঢাকা দক্ষিণ সিটির ২০২০ সালের নির্বাচনে মেয়র পদে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। গত ২৭ মার্চ সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের প্রায় এক মাসের মাথায় গত ২২ এপ্রিল মেয়র হিসেবে ইশরাকের নামে গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় ইসি। কমিশন জানায়, মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সব প্রক্রিয়া শেষ করে শপথ গ্রহণের পর ইশরাক হোসেন কতদিনের জন্য মেয়রের আসনে বসার সুযোগ পান, সেই প্রশ্ন এখন ঘুরেফিরে আসছে। আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে গেজেট প্রকাশ হলে শপথ অনুষ্ঠানের ব্যবস্থা নেবে স্থানীয় সরকার বিভাগ।

গেজেট প্রকাশ শেষে শপথ নেওয়ার পর কতদিনের জন্য মেয়রের দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে আইনজীবীর পরামর্শ নেওয়া হবে বলে জানান ইশরাক হোসেন।

Advertisement

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এগুলো আমরা গেজেট প্রকাশের পর আইনজীবী প্যানেলের সঙ্গে মিটিং করে ঠিক করবো।

আরও পড়ুন

আদালতকে সম্মান জানাই, শপথ নেব কি না এটা দলীয় সিদ্ধান্ত: ইশরাক

অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক জানান, এ পর্যন্ত যা করা হয়েছে দেশের প্রচলিত আইন ও স্থানীয় সরকারের প্রতিটি ধাপ অনুসরণ করে ও সম্পূর্ণ আইনসিদ্ধভাবে করা হয়েছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। তখনকার ঘোষণা অনুযায়ী, বিএনপির ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।

করোনা মহামারি শুরুর পর ওই বছরের ১৬ মে দায়িত্ব নেন তাপস। জুনের প্রথম সপ্তাহে হয় প্রথম সভা। সে হিসাবে আগামী জুনে দক্ষিণ সিটির পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা।

এমওএস/এমকেআর/জিকেএস