অর্থনীতি

রানা প্লাজা দুর্ঘটনার মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে

রানা প্লাজা দুর্ঘটনার মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে

রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় যতগুলো মামলা রয়েছে তাদের তালিকা প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় পাঠিয়ে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান।

Advertisement

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জুরাইনে রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এ কথা বলেন শ্রম সচিব। শ্রদ্ধা নিবেদন করে নিহত শ্রমিকদের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।

দোয়া-মোনাজাত শেষে শ্রম সচিব সাংবাদিকদের বলেন, জুরাইন কবরস্থানে ওই দুর্ঘটনায় নিহতদের এক অংশ অর্থাৎ ২৯১ জনকে সমাহিত করা হয়েছিল, যাদের পরিচয় এখনো পাওয়ানি।

তিনি বলেন, উপদেষ্টা একটি সরকারি অনুষ্ঠানে কক্সবাজার গেছেন। তার পরামর্শ ক্রমে আজকের এই আয়োজন।

Advertisement

তিনি আরও বলেন, আজ সবার দাবি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবার বিচার হোক। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় যতগুলো মামলা রয়েছে তাদের তালিকা প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। যাতে আগামী বছরের এ দিনে শ্রমিকদের ভালো খবর দিতে পারি। এ ধরনের দুর্ঘটনাপ্রতিরোধে এবং শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ তৈরিতে শ্রম আইনের বিভিন্ন ধারা সংশোধন করা হচ্ছে।

এসময় শ্রম সংস্কার কমিশন প্রধান, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এর নির্বাহী পরিচালক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএএস/এমআইএইচএস/জেআইএম

Advertisement