জাতীয়

প্রেমিকার সাড়া না পেয়ে অভিমানে কীটনাশক পান কিশোরের

প্রেমিকার সাড়া না পেয়ে অভিমানে কীটনাশক পান কিশোরের

রাজধানীর উত্তরখানে প্রেমিকার সাড়া না পেয়ে অভিমানে কীটনাশক জাতীয় পদার্থ পান করে মো. সায়েম (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত কিশোর ওই এলাকার প্রভাতী হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

Advertisement

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টা দিকে উত্তরখান থানাধীন কাঁচকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরের বন্ধু সুমনের বরাত দিয়ে তার মামা করিম মোল্লা জানান, সায়েম কাঁচকুড়া প্রভাতী হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু প্রেমের একপর্যায়ে মেয়েটি সাড়া না দেওয়ায় অভিমানে কীটনাশক জাতীয় কিছু পান করে সে অচেতন হয়ে পড়ে। পড়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সায়েম উত্তরখানের কাঁচকুড়া বড়বাড়ি এলাকার মো. মিনারুলের সন্তান। সে ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস