শ্রোতাদের গতানুগতিকতার বাইরে ভিন্ন স্বাদের গান উপহার দিয়ে চলেছে ব্যান্ড ক্ষ্যাপার দল। সে গানে আছে সামাজিক অবক্ষয়ের কথা, আছে প্রতিদিনের চালচিত্র, আছে মানবতার কথা।
Advertisement
এবার ‘মানুষ চেনো না’ নামে নতুন একটি গান প্রকাশ করল ব্যান্ডটি।
রাফিউজ্জামান রাফির কথায় ‘মানুষ চেনো না’ শিরোনামের এই গানটির কণ্ঠ-সুর দিয়েছেন ব্যান্ডের অন্যতম সদস্য সুমন কল্যাণ।
এ প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘গানটি বছর দেড়েক আগে করা। মানুষে মানুষে হানাহানি দেখে গীতিকার লিখেছিলেন। এখনও পরিস্থিতি তেমনই আছে। মানবতা খুন হচ্ছে, বেড়ে চলছে সহিংসতা। ধর্ম শান্তির কথা বললেও আমরা মেতে আছি বিনাশে। ওই জায়গা থেকে গানটি করা। আশা করি মানবতাবাদী ও শান্তি প্রত্যাশীদের ভালো লাগবে গানটি। মানবতার জয় হোক।’
Advertisement
আজ বৃহস্পতিবার গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ পেয়েছে প্রযোজনা সংস্থা প্রোটিউনের ইউটিউব চ্যানেল স্টুডিও প্রোটিউনবিডিতে।
ক্ষ্যাপার দলের গায়ক সুমন কল্যাণ নিজেই কিবোর্ডে সামলান। ড্রামসে ঝড় তোলেন মান্নান সোহেল। গিটারে মূর্ছনা ছড়ান রাজীব ঘোষ ও দানেশ।
এমআই/এলআইএ/জিকেএস
Advertisement