বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় অস্ট্রেলিয়া। এজন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতাও দিতে চায় দেশটি।
Advertisement
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকায় নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলি।
অস্ট্রেলিয়ান হাইকমিশনার বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাদের সাক্ষাতের জন্য সময় দিয়েছেন। আমরা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জেনেছি। অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার নির্বাচন প্রত্যাশা করে। আমাদের বৈঠক খুব ফলপ্রসূ হয়েছে।
আরও পড়ুন আওতার মধ্যে থাকা সংস্কার ইসি নিজেই করে ফেলবে: সিইসিনির্দিষ্ট ক্ষেত্রে অস্ট্রেলিয়া নির্বাচন কমিশনকে সহায়তা দিতে চায় বলেও জানান তিনি।
Advertisement
এর আগেও ইসির সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিকরা বৈঠক করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছে৷ একই সঙ্গে অনেকে নির্বাচনী সহায়তাও দিতে চেয়েছে। এরই মধ্যে ইউএনডিপি নির্বাচনী উপকরণ দিয়ে সহায়তা দিচ্ছে।
আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে সংসদ নির্বাচনের সময় ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি।
এমওএস/এমকেআর/জিকেএস
Advertisement