রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ নারীসহ ২২ দালালকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
Advertisement
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই, সেনাবাহিনী ও পুলিশ সম্মিলিত অভিযান চালায়।
পরে মোবাইল কোর্ট পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের স্পেশাল ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান।
এসময় তিনি জানান, হাসপাতালটিতে সেবা নিতে আসা মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্থানীয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার কাজ করেন আটক দালালরা। আটক ২২ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী।
Advertisement
এএএম/এমএইচআর/জেআইএম