আন্তর্জাতিক

হামলার পর কাশ্মীরজুড়ে অভিযান, আটক দেড় হাজারের বেশি

হামলার পর কাশ্মীরজুড়ে অভিযান, আটক দেড় হাজারের বেশি

কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর জেরে হাজারের বেশি স্থানীয় বাসিন্দাকে আটক করেছে ভারতীয় পুলিশ। বিবিসি জানিয়েছে, পুরো কাশ্মীরজুড়ে এই আটক অভিযান চালানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে আরও বলা হয়েছে, হামলায় জড়িত ছিল চারজন সন্ত্রাসী, যাদের মধ্যে ভারতীয়দের পাশাপাশি বিদেশি নাগরিক রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

ভারত-শাসিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পুলিশ পহেলগাম হামলায় সন্দেহভাজন তিনজন বন্দুকধারীর নাম উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আরও পড়ুন>>

Advertisement

কাশ্মীরে হামলা চালালো কারা? কাশ্মীরে হামলার পর প্লেন ভাড়া একলাফে দ্বিগুণ, বিপাকে পর্যটকরা ভারতজুড়ে কাশ্মীরি শিক্ষার্থীদের হুমকি ও নির্যাতনের অভিযোগ

তাদের মধ্যে দুজন পাকিস্তানের নাগরিক এবং একজন অনন্তনাগের স্থানীয় বাসিন্দা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চতুর্থ সন্দেহভাজন সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, এদের সবাই পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তান এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

এই তিনজনের প্রত্যেকের সন্ধানদাতাকে ২০ লাখ রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় পুলিশ। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।

কেএএ/

Advertisement