বিনোদন

অক্ষয়ের ‘কেসারি চ্যাপ্টার ২’ ষষ্ঠ দিনে কত আয় করেছে

অক্ষয়ের ‘কেসারি চ্যাপ্টার ২’ ষষ্ঠ দিনে কত আয় করেছে

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ‘কেসারি চ্যাপ্টার ২’ দর্শকদের মন জয় করেছে। ভারতের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অজানা গল্প নিয়ে নির্মিত সিনেমাটি বক্স অফিসেও সাড়া ফেলেছে। এটি মুক্তি পেয়েছে গত ১৮ এপ্রিল।

Advertisement

জানা গেছে, বুধবার (২৩ এপ্রিল) মুক্তির ষষ্ঠ দিনে বক্স অফিসে অক্ষয় কুমারের সিনেমাটি ৩ কোটি ২০ লাখ রুপি আয় করেছে, এদিন মঙ্গলবারের তুলনায় আয় কিছুটা কমেছে। ফলে বর্তমানে ‘কেসারি চ্যাপ্টার ২’ সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪২ কোটি ২০ লাখ রুপিতে। এমনটাই স্যাকনিল্কের একটি রিপোর্ট বলছে।

মুক্তির দিন অর্থাৎ শুক্রবার অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি ৭ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। শনি এবং রোববার যথাক্রমে সেই আয় বেড়ে ৯ কোটি ৭৫ লাখ এবং ১২ কোটি রুপিতে দাঁড়িয়েছে। সোমবারে আয়ের পরিমাণ কিছুটা কমেছে। এদিন ৪ কোটি ৫০ লাখ টাকা ঘরে তুলেছে ‘কেসারি চ্যাপ্টার ২’। পঞ্চম দিনে ৫ কোটি রুপি আয় করেছে অক্ষয় কুমারের সিনেমাটি।

আরও পড়ুন: ভালো আয় করছে ‘কেসারি চ্যাপ্টার ২’ কাশ্মীরে হামলায় শোক আর ক্ষোভে উত্তাল বলিউড

‘কেসারি চ্যাপ্টার ২’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, আর মাধবন ও অনন্যা পান্ডে। এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। ‘কেসারি ২’ সিনেমায় উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অজানা ঘটনার কথা। এটি মুক্তির পর দর্শকদের কাছে থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন করণ সিং ত্যাগী। এ ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে তিনি নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস।

Advertisement

এমএমএফ/এএসএম