গেল ১৫ বছর ধরে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি পাকিস্তান ও ভারত। তবে গত মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার আগের পরিস্থিতি দেখে কেউ কেউ ধারণা করেছিলেন, হয়তো একটা সময় পর আবারও ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
Advertisement
কিন্তু না, নিকট ভবিষ্যতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা শূন্যে নেমে গেছে মঙ্গলবারের প্রাণঘাতী হামলার পর। হয়তো আগামী কয়েক বছরের জন্য এই আলোচনাও কেউ সামনে আনবেন না।
ওই হামলার পর নতুন করে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।
স্পোর্টস টাককে তিনি বলেন, ‘আমরা হামলার ক্ষতিগ্রস্থদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে, আমরা তাই করবো। দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না কারণ এটা সরকারের অবস্থান। ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলবো না। তবে আইসিসি ইভেন্টে আমরা খেলি কারণ এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয়। আইসিসিও জানে কী ঘটছে, তারাও বিষয়টি দেখছে।’
Advertisement
২০১২-১৩ সালে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেটাই ছিল দুই দেশের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। আর ভারত সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৮ সালে। বর্তমানে দুই দলের মুখোমুখি লড়াই শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চেই হয়। যেমন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতে খেলতে এসেছিল পাকিস্তান। যদিও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যায়নি ভারত।
মঙ্গলবার কাশ্মীরের পাহাড়ঘেরা উপত্যকা পহেলগামে মর্মান্তিক হামলায় অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হন। অজ্ঞাত বন্দুকধারীরা পর্যটকদের ওপর গুলি চালায় বলে জানা যায়। ২০১৯ সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা এটি।
এই হামলার দায় স্বীকার করে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি গোষ্ঠী। তারা দাবি করেছে, অঞ্চলটিতে ৮৫ হাজার বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।
এমএইচ/এএসএম
Advertisement