জাতীয়

ময়মনসিংহ-সিলেটে বজ্রসহ বৃষ্টির আভাস

ময়মনসিংহ-সিলেটে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের দুই অঞ্চলে দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন হাওরে ধান কেটে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু ধান নিয়ে বাড়ি যাচ্ছিলেন কৃষক, পথে বজ্রপাতে প্রাণ গেলো

এদিকে, দেশের দুই বিভাগ ও ছয় জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল বুধবার থেকে রাজশাহী ও খুলনা বিভাগসহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এটি অব্যাহত থাকতে পারে।

আরএএস/কেএসআর/এএসএম

Advertisement