স্বাধীনতা কাপ ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বুধবার পল্টনের শহীদ নূর হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনী ৩-২ সেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে পরাজিত করেছে।
Advertisement
প্রথম সেটে বিমান বাহিনী ২৫-১৫ পয়েন্টে জিতে পরের দুই সেট হেরে যায় ১৮-২৫ ও ১৯-২৫ পয়েন্টে। শেষ দুই সেট বিমান বাহিনী ২৫-২৩, ১৫-১০ পয়েন্টে জিতে শিরোপা নিশ্চিত করে।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিকেএসপি ৩-১ সেটে বাংলাদেশ আনসারকে পরাজিত করেছে। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান ও সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু।
Advertisement
আরআই/আইএইচএস/