বিনোদন

রিমেক হচ্ছে ৯০ দশক মাতানো সেই সিনেমা

রিমেক হচ্ছে ৯০ দশক মাতানো সেই সিনেমা

ওয়ার্নার ব্রাদার্স আবারও ফিরিয়ে আনছে ৯০’র দশকের অন্যতম জনপ্রিয় রোমান্টিক থ্রিলার ‘দ্য বডিগার্ড’-কে। এবার এর রিমেক পরিচালনা করবেন ‘টেইলর সুইফট: দ্য এরাস ট্যুর’ ছবির পরিচালক স্যাম রেনচ।

Advertisement

১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে কেভিন কস্টনার অভিনয় করেছিলেন ফ্রাঙ্ক ফার্মারের চরিত্রে। যিনি একজন প্রাক্তন সিক্রেট সার্ভিস এজেন্ট। হুইটনি হিউস্টন অভিনীত আর অ্যান্ড বি তারকা র‍্যাচেল মারনকে একটি রহস্যময় আততায়ীর হাত থেকে রক্ষা করাই ছিল তার দায়িত্ব।

বক্স অফিসে ছবিটি ব্যাপক সাফল্য পায়। আয় করে ৪১১ মিলিয়ন ডলার। ছবিটি দুটি অস্কার মনোনয়নও পায় সংগীতের জন্য।

জানা গেছে, রিমেকটির চিত্রনাট্য লিখছেন জুরর নং ২ খ্যাত জনাথন এ. আব্রামস। এখনো অভিনয়শিল্পীদের নাম প্রকাশ হয়নি। হুইটনি হিউস্টনের আইকনিক চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Advertisement

পরিচালক হিসেবে স্যাম রেনচের নাম আসায় প্রত্যাশা আরও বেড়ে গেছে। তার তৈরি টেইলর সুইফটের কনসার্ট সিনেমা ‘দ্য এরাস ট্যুর’ বিশ্বজুড়ে ২৬১.৭ মিলিয়ন ডলার আয় করে ইতিহাস গড়েছে। এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা কনসার্ট ফিল্ম।

রিমেকের মাধ্যমে প্রথম পর্বের সেই আবেগঘন প্রেমের গল্প এবং অবিস্মরণীয় সংগীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রাদার্স। ক্লাসিক গল্পটির সঙ্গে যুক্ত হবে আধুনিক নির্মাণশৈলী ও সংগীতের নতুন উপস্থাপন।

এলআইএ/এমএস

Advertisement