আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ এপ্রিল ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ এপ্রিল ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

কাশ্মীরগামী পর্যটকদের বুকিং বাতিলের হিড়িক

ভারতশাসিত কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর উপত্যকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে পর্যটকরা কাশ্মীর ছেড়ে চলে যেতে শুরু করেছেন। পাশাপাশি সেখানে যারা যেতে চেয়েছিলেন নিরাপত্তা ঝুঁকিতে তারাও বুকিং বাতিল করছেন।

তুরস্কে ভূমিকম্পের পর ৫১ আফটারশক

Advertisement

ইস্তাম্বুলের পশ্চিম উপকূলে অবস্থিত মারমারা সাগরে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর অন্তত ৫১টি আফটারশকের খবর পাওয়া গেছে।

শিগগির কঠিন জবাব দেওয়ার হঁশিয়ারি রাজনাথ সিংয়ের

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে শিগগির কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

শ্রীলঙ্কায় দারিদ্র্য উদ্বেগজনকভাবে বেশি: বিশ্বব্যাংক

Advertisement

শ্রীলঙ্কার অর্থনীতি খারাপ অবস্থা থেকে ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। তবে দেশটির প্রায় এক-চতুর্থাংশ জনসংখ্যা এখনো দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। বুধবার (২৩ এপ্রিল) বিশ্বব্যাংক এ তথ্য জানিয়েছে।

কাশ্মীরে হতাহতের ঘটনায় পাকিস্তানের সমবেদনা ও উদ্বেগ

ভারতশাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর হতাহতের ঘটনায় উদ্বেগ ও সমবেদনা জানিয়েছে পাকিস্তান। এই হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের মধ্যে দুইজন বিদেশি নাগরিকও রয়েছেন। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

কাশ্মীরে হামলার পর প্লেন ভাড়া একলাফে দ্বিগুণ, বিপাকে পর্যটকরা

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর উপত্যকায় আটকে পড়া পর্যটকদের জন্য নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার পথ আরও কঠিন হয়ে উঠেছে। কারণ, ওই ঘটনার পর আকাশ ছুঁয়েছে প্লেনের টিকিটের মূল্য। বাড়তি চাহিদার কারণে ভাড়ার এই উর্ধ্বগতি দেখা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

কাশ্মীরে হামলার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

ভারতশাসিত কাশ্মীরে মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত এবং আরও ১৭ জন আহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ইরান, ইসরায়েল সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৮ শতাংশ

চলতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার রাতে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এই পূর্বাভাস দেওয়া হয়। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন দেশের তথ্য হালনাগাদ করা হয়।

কাশ্মীরে হামলা: ভারত-পাকিস্তান ফের সংঘাতের আশঙ্কা

কাশ্মীরের পাহাড়ঘেরা উপত্যকা পহেলগাম দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। ‘মিনি-সুইজারল্যান্ড’ খ্যাত এই এলাকা সম্প্রতি আরও জনপ্রিয়তা পেয়েছিল। কারণ ভারত সরকার দাবি করেছিল, ওই অঞ্চলে সন্ত্রাসী সহিংসতা কমে এসেছে। কিন্তু ২২ এপ্রিল সেখানে এক মর্মান্তিক হামলায় অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন ভারতের অর্থমন্ত্রী

ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পর যুক্তরাষ্ট্রে সরকারি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই শোক প্রকাশ করার মতো কোনো শব্দ নেই। যুক্তরাষ্ট্র এবং পেরুতে ১১ দিনের সফরে গিয়েছিলেন তিনি। খবর বিবিসির।

মাথার খুলি দিয়ে বানানো পাত্রে পানীয় খেতেন অক্সফোর্ডের শিক্ষকরা

ব্রিটেনের ঔপনিবেশিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হলো দাসপ্রথা। কালো চামড়ার লাখ লাখ মানুষকে আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলগুলো থেকে জোরপূর্বক আমেরিকা ও ইউরোপে বিক্রি করা হতো। দাসপ্রথার ভয়াবহতা সম্পর্কে কমবেশি সব মানুষই শুনেছেন। নানা অনুসন্ধান বা গবেষণায় দাসদের প্রতিনিয়তই অত্যাচার-নিপীড়নের নতুন কোনো তথ্য উঠে আসছে। এমনকি মারা যাওয়ার পর তাদের দেহাবশেষও মুক্তি পায়নি অত্যাচার থেকে। মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে পাত্র!

‘সবচেয়ে সুখী’ দেশ ফিনল্যান্ডে সুখের সংজ্ঞা কী?

সম্প্রতি জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় আবারও শীর্ষ স্থান অর্জন করেছে ফিনল্যান্ড। এ নিয়ে টানা আটবার এই শিরোপা অর্জন করেছে তারা। কিন্তু কী আছে দেশটিতে? সুখ বলতে কী বোঝেন সেখানকার মানুষ কিংবা সেখানকার সব মানুষই সুখী? এমন নানা প্রশ্ন মনে আসতেই পারে।

এমএসএম/এমএস