চট্টগ্রামের ফটিকছড়িতে দুই বছর আগে এক কিশোরী ধর্ষণের মামলায় খোকন উদ্দিন (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন। একই রায়ে তাকে ১ লাখ টাকা দণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
Advertisement
রায় ঘোষণার সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতজনের সাক্ষ্যপ্রমাণে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি খোকন উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মামলার নথি সূত্রে জানা গেছে, দণ্ডিত খোকনের প্রতিবেশী ছিলেন ভিকটিম কিশোরী। ২০২৩ সালের ৯ মে ভিকটিম কিশোরীকে খোকন তার মা ডাকছে জানিয়ে বাড়িতে নিয়ে যান। কিন্তু বাড়িতে গিয়ে কাউকে দেখতে না পেয়ে ওই কিশোরী সেখান থেকে চলে আসতে চাইলে খোকন তাকে বাধা দেন। এরপর ওই কিশোরীকে ধর্ষণ করেন খোকন।
Advertisement
এই ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে ভূজপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেয়। ২০২৪ সালের ৪ জানুয়ারি খোকনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক।
এমডিআইএইচ/এমআইএইচএস/এমএস