সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ‘বান্ধবী’ আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৪৩ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ১৬০ টাকা রয়েছে।
Advertisement
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে স্বনামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য ছয় সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
আরও পড়ুন
Advertisement
অনুসন্ধানকালে জানা যায়, তিনি অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাব থেকে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তার নামীয় নিম্নবর্ণিত ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আবেদনে বলা হয়েছে।
এমআইএন/এমকেআর/এমএস
Advertisement