দেশজুড়ে

হাওরে ধান কেটে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হাওরে ধান কেটে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে আবু আইয়ূব (২০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালীয়াকোটা হাওরে এই ঘটনা ঘটে।

নিহত আবু আইয়ূব উপজেলার সেচনী ইউনিয়নের রফিনগর গ্রামের ইকবাল হোসনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলায় দিনভর বৃষ্টির পর সন্ধ্যার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হয়। এসময় কৃষক আবু কাইয়ূম কালীয়াকোটা হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা তাকে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, হাওর থেকে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাত এক কৃষকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লিপসন আহমেদ/এমএন/জিকেএস