অর্থনীতি

বিএসইসি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিনিয়োগকারীদের বিক্ষোভ

বিএসইসি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিনিয়োগকারীদের বিক্ষোভ

শেয়ারবাজারে টানা দরপতনের পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা।

Advertisement

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে বুধবার (২৩ এপ্রিল) মতিঝিলে এই বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। শেয়ারবাজারের লেনদেন শেষে বাংলাদেশ ব্যাংকের সামনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

গত কয়েক কার্যদিবসের মতো আজ বুধবারও দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। এতে টানা ৮ কার্যদিবস পতনের মধ্যে থকলো শেয়ারবাজার।

আরও পড়ুন

Advertisement

মিয়ানমার সীমান্তের ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয় খাল-বিল দখল করে যারা ঘুমাচ্ছেন তাদের ঘুমানোর সময় শেষ

শেয়ারবাজারে এমন টানা দরপতন হওয়ায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ চেয়ে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে দাবি তাদের।

বিনিয়োগকারীরা বলেন, খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজার বুঝেন না। এটা শুধু সাধারণ বিনিয়োগকারীদের কথা না। এই কথা এখন বিএসইসির সাবেক চেয়ারম্যানসহ স্টেকহোল্ডারদের। তাই তাকে অপসারণ করা উচিত।

এমএএস/কেএসআর/এমএস

Advertisement