ক্যাম্পাস

কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে চবি বাগছাসের অনশন

কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে চবি বাগছাসের অনশন

কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে ও উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাত সদস্য।

Advertisement

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অনশনে বসেন তারা।

অনশনরত মেহেদী হাসান বলেন, কুয়েটের উপাচার্য যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে। আমাদের শিক্ষার্থীদের ওপর অবিচার করার কারণে আমরা উপাচার্যের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি কুয়েট শিক্ষক সমিতিসহ যারা উপাচার্যের পেছনে থেকে কলকাঠি নাড়ছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

অনশনকারী নওশীন তাবাসসুম যূথী বলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সাতজন আজ অনশনে বসেছি। আমরা সবাই জানি কীভাবে কুয়েটে শিক্ষার্থীদের হেনস্তা করা হয়েছে। তাদের অনেকের খুবই শোচনীয় অবস্থা।তাই আমাদের প্রত্যেকের একটাই দাবি ভিসি মাসুদের পদত্যাগ।

Advertisement

আহমেদ জুনাইদ/এমএন/জিকেএস