রাজনীতি

সংস্কার নিয়ে সব দলের মতামত প্রকাশের দাবি আমীর খসরুর

সংস্কার নিয়ে সব দলের মতামত প্রকাশের দাবি আমীর খসরুর

রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সংস্কার চায় না- এমন প্রচারণা চালিয়ে কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। অথচ বিএনপিসহ সব রাজনৈতিক দলই রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত দিয়েছে। যেসব বিষয়ে সর্বসম্মতি রয়েছে, সেগুলো জাতির সামনে প্রকাশ করা উচিত।

আরও পড়ুন

Advertisement

নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন সংস্কার শেষে নির্বাচন, নারী সংস্কার কমিশন বাতিল চায় ইসলামি দলগুলো

তিনি বলেন, সব দলের মতামতের প্রতিবেদন এক মাসের মধ্যে প্রকাশ করতে হবে। এরপরই যেন সবাই ‘জুলাই সনদে’ সই করতে পারে। সেই প্রস্তুতি নেওয়া দরকার।

বিএনপির এই নেতা মনে করেন, জুনের মধ্যেই যদি ‘জুলাই সনদ’ সম্পন্ন হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। তার আগেই নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব।

কেএইচ/কেএসআর/এমএস

Advertisement