দেশজুড়ে

কাজে ডেকে নিয়ে অপহরণ করা হয় ৬ শ্রমিককে

কাজে ডেকে নিয়ে অপহরণ করা হয় ৬ শ্রমিককে

কাজের উদ্দেশ্যে সিলেটের জকিগঞ্জ থেকে কক্সবাজার গিয়ে ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন ৬ শ্রমিক। অবশেষে অপহরণকারীদের হাত থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজাছড়া এলাকার একটি পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, উদ্ধার ৬ শ্রমিক সুস্থ আছেন। তারা বর্তমানে টেকনাফ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

Advertisement

এর আগে ১৫ এপ্রিল বিকেলে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের ৬ শ্রমিক রাজমিস্ত্রির কাজের জন্য কক্সবাজার যান। পরদিন ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছার পর সবাই তাদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে কর্মস্থলে পৌঁছার বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকে তারা ‘নিখোঁজ’ ছিলেন বলে দাবি করেন তাদের পরিবার। এই খবরটি মঙ্গলবার সকাল থেকে সিলেটজুড়ে ছড়িয়ে পড়ে।

নিখোঁজ থাকা শ্রমিকরা হলেন, পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৫৫)।

এ ঘটনায় ৬ শ্রমিক ‘নিখোঁজ’ রয়েছেন জানিয়ে জকিগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিবার। তবে তারা নিখোঁজের বিষয়ে কোনো সাধারণ ডায়েরি করেননি। মৌখিকভাবে বিষয়টি আমলে নিয়ে পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা শুরু করে। বিভিন্ন গণমাধ্যমও এই খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করে।

কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মোজাম্মেল হোসেন বলেন, সিলেটের জকিগঞ্জের ৬ ব্যক্তি নিখোঁজের খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ অভিযানে নামে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজাছড়া এলাকার একটি পাহাড়ে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

Advertisement

তিনি বলেন, ভিকটিমরা জানিয়েছেন গত ১৫ এপ্রিল বিকেলে রাজমিস্ত্রির কাজের জন্য চট্টগ্রাম থেকে কক্সবাজারে ডেকে নেন শফিউল্লাহ নামের এক ব্যক্তি। পরে কাজের কথা বলে তাদেরকে অপহরণকারীদের হাতে তুলে দেন।

তিনি আরও বলেন, অপহরণকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আহমেদ জামিল/এফএ/এএসএম