অভিলাষ মাহমুদ
Advertisement
হাতের আঙুলকে বানিয়ে কলম, মেঘের কালি দিয়ে পৃথিবীর কার্ণিশে লিখে যাই, রক্তাক্ত ফিলিস্তিনের গান।
দুপুরের সূর্য শুরু করে চোখের কোণে জল ফোটানো, একটি ছোট শিশুর হাসি, যুদ্ধের শব্দে ভেঙে পড়া। এখানে, যেখানে ইতিহাস এবং সময় এক সুরে বাজে, এক অশান্ত সংগীত।
আঙুলের ছাপ, কলম হয়ে ওঠে নোঙর, মেঘের আঁচল থেকে রং চুরি করে, শান্তির আকাঙ্ক্ষায় সিঁড়ি দিয়ে যাই তিলে তিলে নির্মিত স্বপ্নে।
Advertisement
রক্তের নদী বয়ে চলে, কষ্টের প্রহর, লক্ষ্যবিহীন মানুষের পথচলা, তারা এদেশের বুকে নিজের পরাজয়ের গাঁথা গানে।
পৃথিবীর পুরোনো কার্ণিশে গুঁজে দেন বলে, ভাঙা দেওয়াল, স্মৃতি ও আশা, মেঘের কালি আর হাতের আঙুলের আঁচড়ে।
এখানে, আমি শব্দ রেখে যাই, আমার কলমের গভীরতায় ফিলিস্তিনের মানুষের লড়াই চিরকালীন একটি গান।
এসইউ/জেআইএম
Advertisement