সরকারি পরিপত্রে বলা হয়েছে, কোনো সার্ভেয়ারকে তার নিজ উপজেলা এবং স্পাউসের (জীবনসঙ্গী) উপজেলায় বদলি বা পদায়ন করা যাবে না। অথচ ময়মনসিংহে সার্ভেয়ার বদলির ক্ষেত্রে মানা হয়নি এই নিয়ম। তাকে নিজ এলাকায় বদলি করা হয়েছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
Advertisement
ওই সার্ভেয়ারের নাম আজহারুল ইসলাম। তিনি ময়মনসিংহ নগরীর আকুয়া ওয়ার্লেস এলাকার বাসিন্দা। গত ৯ এপ্রিল জেলা প্রশাসক মুফিদুল আলম সই করা অফিস আদেশে তাকে ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে। বর্তমানে তিনি ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসেই কর্মরত। এর আগে আজহারুল ইসলাম জেলার গফরগাঁও উপজেলা ভূমি অফিসে কর্মরত ছিলেন।
জেলা প্রশাসক মুফিদুল আলম সই করা অফিস আদেশটিতে দেখা যায়, একজন কানুনগো ও ১১ জন সার্ভেয়ারকে জেলার বিভিন্ন কার্যালয়ে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নলিখিত কর্মকর্তা/কর্মচারীদেরকে তাদের নামের পার্শ্বে অফিসে বদলি/পদায়ন এবং নিজ দ্বায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দ্বায়িত্ব প্রদান করা হলো। বদলিকৃত কর্মকর্তা/কর্মচারীরা ১০ এপ্রিলের মধ্যে বদলিকৃত এবং অতিরিক্ত দ্বায়িত্ব পালনের কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১০ এপ্রিলের অপরাহ্ন থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
Advertisement
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজহারুল ইসলাম ঘুস-দুর্নীতির মাধ্যমে কাড়ি কাড়ি টাকা কামাতেই নিজ এলাকায় বদলি হয়ে এসেছেন। তাকে নিজ এলাকা থেকে দ্রুত সরিয়ে দেওয়া প্রয়োজন। একইসঙ্গে তিনি অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কাড়ি কাড়ি টাকা কামিয়েছেন কিনা, তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত করা প্রয়োজন।
নগরীর আকুয়া এলাকার বেসরকারি সার্ভেয়ার মো. নাসিম জাগো নিউজকে বলেন, ‘আজহারুল ইসলাম আমাদের এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি এর আগে গফরগাঁও উপজেলায় সার্ভেয়ার হিসেবে চাকরি করলেও বর্তমানে নিজ এলাকা সদর উপজেলার এসিল্যান্ড অফিসে বদলি হয়ে এসেছেন। তিনি নিজ এলাকায় কীভাবে বদলি হলেন, তা আমাদের জানা নেই।’
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে সাংবাদিক পরিচয় গোপন করে কথা হয় সার্ভেয়ার আজহারুল ইসলামের সঙ্গে। এসময় তিনি নিজ এলাকায় চাকরি হওয়ার বিষয়টি নিজেই জাগো নিউজকে নিশ্চিত করেন।
আজহারুল ইসলাম বলেন, ‘আমি নগরীর আকুয়া এলাকায় জন্মসূত্রে স্থায়ী বাসিন্দা। আমি এখানেরই ভোটার। ২০ বছর আগে জেলার গফরগাঁও উপজেলা ভূমি অফিসে পাঁচ বছর চাকরি করেছি। এরপর বিভিন্ন জায়গায় বদলি হয়ে গত সাড়ে ছয় মাস আবারও গফরগাঁও উপজেলা এসিল্যান্ড অফিসে যোগদান করি। জেলা প্রশাসকের আদেশক্রমে এখন নিজ এলাকায় ময়মনসিংহ সদর উপজেলা এসিল্যান্ড অফিসে চাকরি করছি। অফিস আদেশের পরদিন ১০ এপ্রিল এই অফিসে যোগদান করেছি।’
Advertisement
সরকারি নিয়ম অনুযায়ী সার্ভেয়ার নিজ এলাকায় বদলি হয়ে চাকরি করতে পারবে না জানালে তিনি বলেন, ‘এটি আমার জানা নেই। তবে নিজ এলাকায় চাকরি করে অনিয়ম, দুর্নীতি কিংবা ঘুস গ্রহণের মাধ্যমে কাড়ি কাড়ি টাকা কামাতে এখানে আসিনি।’
নিজ এলাকায় আজহারুল ইসলাম চাকরি করছেন কি না, সে বিষয়ে জানেন না বলে জানিয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘সার্ভেয়ারকে নিজ এলাকায় বদলি করার নিয়ম নেই। আজহারুল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা ছিলেন কি না জানতাম না। খোঁজখবর নিচ্ছি।’
একই ধরনের বক্তব্য দিয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম জাগো নিউজকে বলেন, ‘সার্ভেয়ারকে নিজ এলাকায় বদলি করার নিয়ম নেই। তাকে সদর উপজেলায় রাখা হবে না। জেলার অন্য কোথাও বদলি করা হবে।’
কামরুজ্জামান মিন্টু/এসআর/এমএস