বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ ও ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনায় কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম। সেই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন, মুর্শিদাবাদে অশান্তি সৃষ্টি হওয়া এলাকা পরিদর্শনে যাবেন। পাশাপাশি, চাকরিহারাদের পাশে দাঁড়ানোরও বার্তা দিয়েছেন তিনি।
Advertisement
মঙ্গলবার (২২ এপ্রিল) মেদিনীপুরে কলেজ মাঠে আয়োজিত প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই সভামঞ্চ থেকেই তিনি ঘোষণা দেন, আগামী মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদে যাবেন তিনি।
আরও পড়ুন>>
ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন ঘিরে সহিংসতায় নিহত ৩, গ্রেফতার শতাধিক ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না: মমতাএদিনের সভা থেকে চাকরিহারাদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জী বলেন, শিক্ষক-শিক্ষিকা যারা বসে রয়েছেন, কেন বসে রয়েছেন এই গরমের মধ্যে কষ্ট করে। আপনারা স্কুলে যান। সুপ্রিম কোর্ট আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল। আমরা রিভিউ পিটিশন করেছিলাম। আর আমরা বলেছিলাম, আপনারা মাইনে পাবেন। সিস্টেম অনুযায়ী আপনাদের কাছে মাইনে চলে যাবে। এর জন্য কারও প্ররোচনা দেওয়ার দরকার নেই, অশান্তি করার দরকার নেই, উত্তেজনাও প্রয়োজন নেই।
Advertisement
এরপরই সিপিআইএম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন, বাংলায় কিছু লোক আছে শিক্ষকদের চাকরি খাওয়ার জন্য, সরকারি চাকরি খাওয়ার জন্য। জনগণের কাজ করে না, যেকোনো ব্যাপারে কথায় কথায় কোর্টে গিয়ে পিআইএল করে। এসব করে বাংলার সর্বনাশ করছে তারা। এর জন্য কোর্ট দায়ী না। দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড়। তারা মানুষের জন্য কিছু করে না। আমরা চাকরি দেবো আর ওরা চাকরি খাবে।
মমতা আরও বলেন, আমি শিক্ষক-শিক্ষিকাদের বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে কাজ করুন। আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি সেটা কোর্ট ঠিক করবে, আমরা না। যে যেখানে চাকরি করছেন সেখানে ফিরে যান। টাকা কিন্তু যারা আপনাদের উসকাচ্ছে তারা দেবে না। মাইনে সরকার দেবে। আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম।
এরপর মুর্শিদাবাদের কথা উল্লেখ করে তিনি বলেন, মনে রাখবেন, একটা অশান্তি হয়েছে দুঃখজনক। আমরা কেউ অশান্তি চাই না। দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে কীভাবে করেছে সেই চক্রান্ত আমরা ফাঁস করে দেবো। কিন্তু মারা গেছেন যারা, তাদের পরিবারগুলোকে আমি কথা দিয়েছি, ১০ লাখ টাকা করে দেবো। তাদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব দরকার হলে আমাদের সরকারও নিতে পারে।
মুখ্যমন্ত্রী আরও জানান, আমি মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদে যাবো। যাদের বাড়ি ভেঙেছে তাদের বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। যাদের দোকানের ক্ষতি হয়েছে, তাদেরও সহযোগিতা করবে রাজ্য সরকার।
Advertisement
ডিডি/কেএএ/