পশ্চিমবঙ্গের বিধাননগর পৌরসভার দেশবন্ধুনগরে একটি ট্রলিব্যাগ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে একটি নালা থেকে কালো রঙের ওই ট্রলিব্যাগ ও মরদেহ উদ্ধর করে পুলিশ।
Advertisement
এদিকে, ‘হত্যার শিকার’ তরুণীর পরিচয় এখনো মেলেনি। তবে তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা পার্শ্ববর্তী একটি নালায় কালো রঙের একটি ট্রলিব্যাগ দেখতে পান। সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ব্যাগটি খুলে ভেতরে এক তরুণীর মরদেহ দেখতে পায়।
পুলিশ সূত্রে জানা গেছে, তরুণীর মুখে বাদামি রঙের টেপ লাগানো ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ওই তরুণীকে অন্য কোথাও থেকে খুন করে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে।
Advertisement
এদিকে, পুলিশ তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। এছাড়া এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি প্রথমে বিধাননগর এসডিও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মরদেহটি আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে গত মাসেই কলকাতার উত্তরভাগে অবস্থিত কুমোরটুলি এলাকায় ট্রলিব্যাগের ভেতর থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মা-মেয়েকে হাতেনাতে ধরে ফেলেছিলেন স্থানীয়রা। পুলিশের তদন্তে উঠে আসে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তারা।
ডিডি/এসএএইচ
Advertisement