খেলাধুলা

নাটকীয়তাপূর্ণ ফাইনাল স্থগিত, ১৫ মিনিটের খেলা হবে আরেকদিন

নাটকীয়তাপূর্ণ ফাইনাল স্থগিত, ১৫ মিনিটের খেলা হবে আরেকদিন

ফেডারেশন কাপ ফুটবলে আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার নাটকীয়তাপূর্ণ ফাইনাল স্থগিত করা হয়েছে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র ছিল। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

Advertisement

অতিরিক্ত সময়ের ১৫ মিনিট খেলা হওয়ার পর আলোর স্বল্পতা দেখা দেয়। সন্ধ্যা নেমে এসেছে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। ফ্লাডলাইটও নেই। ফলে এই পরিস্থিতি খেলা চালানো সম্ভব হয়নি। তাই রেফারিরা ম্যাচ স্থগিত ঘোষণা করে মাঠ ছেড়ে যান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হযয়েছে, বাকি খেলা পরবর্তী কোন সময় অনুষ্ঠিত হবে তা বাফুফের পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে।

বেলা ২টা ৪৫ মিনিটে খেলা শুরু হয়। প্রথমার্ধ বেশ ভালোভাবেই শেষ হয়েছিল। দুই দলের আক্রমণ প্রতি আক্রমণে খেলা বেশ জমে উঠেছিল। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধ শুরুর ২ মিনিটের মাথায় তুমুল ঝড় বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। প্রচণ্ড ঝড়ে পুরো মাঠ লণ্ডভণ্ড হয়ে যায়। মাঠের মধ্যে পানি জমে যায়।

বৃষ্টি শেষ হওয়ার পর পানি নিষ্কাশন করে মাঠের খেলার উপযোগী করে তুলতে তুলতে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট সময় চলে যায়। যে কারণে শেষ দিকে এসে খেলা অতিরিক্ত সময়ে গড়ানোর ফলে দিনের আলোকে আর সঠিকভাবে ব্যবহার করা যায়নি। সময়মত খেলাও শেষ করা যায়নি।

Advertisement

মাঠের পানি পুরোপুরি নিষ্কাশন করা সম্ভব হয়নি। পানিযুক্ত ভেজা মাঠে স্বাভাবিক খেলা খেলতে পারেনি আবাহনী-বসুন্ধরা কিংসের কোনো ফুটবলার‌ই। যার ফলে বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দুই দলের স্ট্রাইকাররা। ফলে দ্বিতীয়ার্ধে কোনো গোল পায়নি আবাহনী এবং বসুন্ধরা কিংস। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেটাও শেষ করা যায়নি।

ঘরোয়া ফুটবলের অন্যতম বড় টুর্নামেন্ট ফেডারেশন কাপ এমন একটা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে যেখানে নেই ফ্লাডলাইটের সুবিধা। অতিরিক্ত সময়ে খেলা নিষ্পত্তি না হলে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ম্যাচটি সময় মতো শেষ করা না যায়, তাহলে ম্যাচের ভাগ্য কী হতে পারে সেটা নিয়েও কোনও পরিকল্পনা ছিল না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।

ফাইনাল যেখানে শেষ হয়েছে, ঠিক এরপর সেখান থেকেই শুরু হবে। সেই সূচি জানিয়ে দেবে বাফুফে। যদিও এসব নিয়ে আবাহনীর পক্ষ থেকে আপত্তি ছিল। কিন্তু শেষ পর্যন্ত এক পর্যায়ে মাঠ ছেড়ে সব রেফারি চলে যান। দর্শকেরা কিছুক্ষণ থেকে চেয়ার ভাঙচুরের চেষ্টা করে। এবং বোতল ছুড়ে প্রতিবাদ জানায়। কিন্তু তাতেও লাভ হয়নি। পুলিশ মাঠ থেকে বের করে দেয় দর্শকদের।

সমস্যার সূত্রপাত বিরতির পর কালবৈশাখী ঝড় শুরু হলে। প্রচণ্ড ঝড় ও বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকে। খেলা বন্ধ থাকে প্রায় ৪৫ মিনিট। এরপর ম্যাচ শুরু হলেও কোনও দল গোল করতে পারেনি। বরং অহেতুক লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফাহিম।

Advertisement

শুরুতে এপ্রিলের প্রচণ্ড গরমেও ময়মনসিংহের ফুটবলপ্রেমী দর্শকেরা এতটুকু হতাশ করেনি। শহরের কাঁচিঝুলি সড়ক থেকে একে একে মিছিল নিয়ে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ঢুকেছেন অগণিত দর্শক। কারও হাতে বসুন্ধরা কিংসের পতাকা। কারও হাতে আবাহনীর পতাকা। তবে কিছু দর্শকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকাও।

আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচে প্রথমার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল বসুন্ধরা কিংস। প্রথমে আর্জেন্টাইন হুয়ান লেসকানোর গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। পরে গোলটি সমতায় ফেরে মোহাম্মদ ইব্রাহিমের গোলে।

৫ মিনিটে বামপ্রান্ত থেকে বসুন্ধরা কিংসের প্রথম আক্রমণটা করেন সাদ উদ্দিন। কিন্তু সাদের শট পোস্টের কোল ঘেষে গেল। এরপরই গোলের আনন্দে মেতে ওঠে বসুন্ধরা কিংস।

৭ মিনিটে বক্সের অল্প সামনে থেকে সাদ উদ্দিনের ফ্রি কিক। হেডে লাফিয়ে দুর্দান্ত এক গোল করলেন রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের বয়সভিত্তিক দলে খেলা আর্জেন্টাইন হুয়ান লেসকানো।

ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি আবাহনী। ১৫ মিনিটে আবাহনীকে এগিয়ে নেন ইব্রাহিম। বাম প্রান্ত দিয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা বল নিয়ে বক্সে ঢোকেন। এরপর ইব্রাহিম আলতো টোকায় করেন ১-১।

অবশ্য ২২ মিনিটে সুমন রেজাকে বক্সের সামনে ফেলে দেন তপু বর্মণ। ফ্রি কিক নিলেন অগাস্তো। কিন্তু এবার আর গোল হলো না আবাহনীর।

৪০ মিনিটে উত্তেজনা ছড়ায় মাঠে। যে উত্তেজনা দেখে অনেকে ২০১৮ সালের ফাইনালের ভয়ঙ্কর মারামারির কথা স্মরণ করছিলেন। তবে তেমন কিছু হয়নি।

যদিও ঘটনা সূত্রপাত বসুন্ধরা কিংসের সোহেল রানা জুনিয়র ও শাকিলের সংঘর্ষকে কেন্দ্র করে। এই দুজনের মধ্যে শুরু হওয়া উত্তেজনায় জড়িয়ে পড়ে দুই দলের ফুটবলাররা। পরে কোচ ও অন্য সতীর্থরা পরিস্থিতি শান্ত করেন। রেফারি এরপর রিমন ও শাকিলকে হলুদ কার্ড দেখান।

বিরতির খানিক আগে সুমন রেজার নিচু ক্রস থেকে ইব্রাহিম চেষ্টা করেন বল জালে গড়ানোর। কিন্তু বলের কাছেই যেতে পারেননি। বাকি সময়ে অবশ্য দুই দলই গোলের খোঁজে চেষ্টা করে গেছেন। কিন্তু প্রথমার্ধে সমতা নিয়ে ড্রেসিং রুমে গেছেন দুই দল।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা করেছে। ৮২ মিনিটে বসুন্ধরা কিংসের সোহেল রানা পোস্টের ওপর দিয়ে বল মারে ওপরে। আর আবাহনীর অগাস্তোর ফ্রি কিকটাও দারুণ থাকলেও বক্সে ঢুকে কেউ শট নিতে পারেনি।

অবশ্য ৯০ মিনিটের অল্প আগে অগাস্তোর শট বাঁচিয়ে দেয় পানি। সুমন রেজার সামনে বল এলেও পানির কারণে তিনি মারতে পারেননি।

এরপরই ফাহিম পেলেন লাল কার্ড। সুমন রেজাকে অবৈধ ট্যাকল করে মাঠ ছাড়লেন ফাহিম। বাকি সময়ে তো কালক্ষেপণ করে বসুন্ধরা কিংস আর খেলেনি। আবাহনী কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে এরপর মাঠ ছাড়েন।

আরআই/আইএইচএস/এমএমআর/এএসএম