দেশজুড়ে

ফেনীতে খামারিকে কুপিয়ে হত্যা

ফেনীতে খামারিকে কুপিয়ে হত্যা

ফেনীতে পূর্ব বিরোধের জেরে আবুল হাসেম (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের দারোগারহাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল হাসেম ওই এলাকার পশ্চিম চর দরবেশ গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে। তিনি ওই এলাকায় গরু ও দুগ্ধ খামারি হিসেবে পরিচিত।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আবুল হাসেম দীর্ঘদিন ধরে সোনাগাজী উপজেলা শহরে বসবাস করে আসছিলেন। প্রতিদিন ভোরে পশ্চিম চর চান্দিয়া গ্রামে গিয়ে খামার থেকে দুধ সংগ্রহ করে তা সোনাগাজীর বিভিন্ন দোকানে বিক্রি করতেন। প্রতিদিনের মতো আজও তিনি ভোর সাড়ে ৫টার দিকে দুধ সংগ্রহের জন্য খামারে যাচ্ছিলেন। পথে সওদাগর হাট এলাকায় পৌঁছালে তাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করা হয়।

Advertisement

পরে এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। এসময় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে আবুল হাসেমের মৃত্যু হয়।

এলাকাবাসীর ধারণা, ওই এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০২৩ সালে সংঘর্ষে বেলাল হোসেন নামের এক ব্যক্তি নিহত হন। ওই মামলায় আবুল হাসেম প্রধান আসামি ছিলেন। সেই ঘটনার জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ধারণা করা হচ্ছে।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে তার ওপর হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম

Advertisement