বরিশালে বিভিন্ন নদীতে যৌথ অভিযানে ১৬ মণ জাটকাসহ একটি ট্রলার ও ৯৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকে হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে যৌথ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌপুলিশ। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে ১৬ মণ জাটকাসহ একটি ট্রলার ফেলে পালিয়ে যান জেলেরা। পরে ট্রলার থেকে ৯৭ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
জব্দ জাটকা পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
Advertisement
যৌথ অভিযানে অন্যদের মধ্যে কোস্ট গার্ড হিজলা উপজেলার কন্টিনজেন্ট কমান্ডার হুসনুর জামান সালামী এবং নৌপুলিশ হিজলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
শাওন খান/এসআর/এএসএম