মাদারীপুরে চাকরির প্রলোভনে ঘুস বাণিজ্যের মামলায় দণ্ডপ্রাপ্ত লুৎফুল আবেদীন হাওলাদার নামের একজন প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তাকে মাদারীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক হুমায়ুন কবির।
এরআগে সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লুৎফুল আবেদীন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের শেখ শহিদুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
Advertisement
পুলিশ, স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৪ জুন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের শেখ শহিদুল উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী ও আয়া পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার আগে প্রত্যাশীদের কাছ থেকে চাকরির আশ্বাস দিয়ে প্রায় ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল আবেদীন হাওলাদারের বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগীরা চাকরি পাননি। এমনকি টাকাও ফেরত দেননি প্রধান শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগীরা আদালতে মামলা করেন।
কাজী আলমগীর হোসেন নামের একজন চাকরিপ্রত্যাশীর ২৫ লাখ টাকা ঘুস বাণিজ্যের মামলায় প্রধান শিক্ষক লুৎফুল আবেদীনকে এক বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া আরও চার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
ভুক্তভোগী কাঞ্চন মোল্লা বলেন, ‘অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে আমার ও ইয়ামিন মোল্লার কাজ থেকে ১২ লাখ টাকা ঘুস নিয়েছেন লুৎফুল আবেদীন। কিন্তু চাকরি দেননি। টাকা ফেরত চাইলেও দেননি।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এমএস