প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপিকে কার কথায় হিংসা করছেন? আমরা হিংসা করি না, হিংসার রাজনীতি বিএনপি করে না।
Advertisement
মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, যে সরকার (আওয়ামী লীগ) আপনাকে মামলার আসামি বানিয়েছে, আদালতে হাঁটিয়ে নিয়ে গেছে, সেই সরকারকে এখন সহ্য করছেন। কিন্তু বিএনপির বিরুদ্ধে হিংসা করছেন কেন?
তিনি বলেন, আমরা হিংসা করি না, হিংসার রাজনীতি বিএনপি করে না। অথচ এখনো আমাদের আন্দোলনকে হিংসাত্মক আখ্যা দিয়ে প্রচারণা চালানো হচ্ছে।
Advertisement
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা আরও বলেন, নোবেলজয়ী গ্রামীণ ব্যাংককে সংসদে হেয় করেছেন শেখ হাসিনা। আপনাকে অপমান করেছে সরকার। আর আপনি সেই সরকারের হয়ে এখন কথা বলছেন। আওয়ামী লীগের দোসররা আপনার চারপাশে সক্রিয়, এদের বিষয়ে সতর্ক থাকুন।
এসময় শেখ হাসিনার সমালোচনা করে ফারুক বলেন, আপনি (শেখ হাসিনা) হিংসা করে খালেদা জিয়াকে জেলে রেখেছেন। খালেদা জিয়াকে চিকিৎসকের কাছে পর্যন্ত যেতে দেননি। অমানবিকতা আর প্রতিহিংসার এক জ্বলন্ত উদাহরণ আপনার সরকার।
তিনি প্রশ্ন তোলেন, টিউলিপ যদি নিজেকে বাংলাদেশি না বলেন, তবে আপনি কীভাবে তাকে নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র এবং জমি দিলেন? এসব কীভাবে সম্ভব হয়?
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও দলের নেতাকর্মীরা।
Advertisement
কেএইচ/কেএসআর/এএসএম