বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে। এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
Advertisement
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদারের হাতে ৮টি হুইল চেয়ার হস্তান্তর করেন আমিনুল হক।
এ সময় তিনি বলেন, মানবিক সমাজ গঠনে বিএনপি সবসময় মানুষের পাশে থাকতে চায়। তারেক রহমানের নির্দেশনায় আমরা সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছি।
তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু একটি প্রতিষ্ঠানকে সহায়তা করছি না, বরং একটি মানবিক বার্তাও পৌঁছে দিচ্ছি। সেটা হলো- বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক, মানুষের পাশে থাকবে।
Advertisement
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ, হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কে এম মজিবুল হক, উপ-পরিচালক ডা. এ কে এম মাসুদ আকতার এবং বহির্বিভাগের সহকারী পরিচালক কে এম জিয়াউর রহমান।
কেএইচ/এএমএ/এমএস