আসন্ন হজ মৌসুমের আগে দর্শনার্থীদের প্রবাহ নিয়ন্ত্রণের প্রচেষ্টা জোরদার করেছে সৌদি আরব। বিশেষ করে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য কঠোর শাস্তির কথা পুনর্ব্যক্ত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
Advertisement
বর্তমান নিয়ম অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যারা সৌদিতে থেকে যান তাদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। এর মধ্যে রয়েছে ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ও এরপরে প্রত্যাবসন।
মন্ত্রণালয়টি জানিয়েছে, ভ্রমণ ভিসাধারীরা হজ করার অধিকারী নন। প্রবাসী ও দর্শনার্থীদের ভিসার শর্তাবলী কঠোরভাবে মেনে চলার ও আইনি পরিণতি এড়াতে দেশ থেকে সময়মতো প্রস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
চলতি বছরের হজকে সামনে রেখে নানা ধরনের পদক্ষেপ গ্রহণক করেছে সৌদি কর্তৃপক্ষ। তাই বারবার বিভিন্ন বিষয়ে সতর্ক করা হচ্ছে।
Advertisement
এর আগে মক্কায় প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। ফলে হজের অনুমোদন ছাড়া পবিত্র শহরটিতে কেউ প্রবেশ বা অবস্থান করতে পারবে না। চলতি মাসের শেষ থেকে এই নিয়ম কার্যকর হবে। মূলত হজের যথাযথ ব্যবস্থাপনা ও লাখ লাখ মানুষের নিরাপত্তার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌদির স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৯ এপ্রিল থেকে কেবল হজের অনুমোদন আছে এমন ব্যক্তিরাই মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবে।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম
Advertisement