আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সন্দেহভাজন রাখালদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭২

নাইজেরিয়ায় সন্দেহভাজন রাখালদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭২

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের রাজ্য বেনুয়েতে সন্দেহভাজন সশস্ত্র রাখালদের সাম্প্রতিক হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। সোমবার (২১ এপ্রিল) স্থানীয় কর্তৃপক্ষ বার্তা সংস্থা শিনহুয়াকে এ তথ্য জানিয়েছে।

Advertisement

গত বৃহস্পতিবার থেকে শুক্রবার রাতের মধ্যে রাজ্যের উকুম এলাকার সম্প্রদায়গুলোতে এই ভয়াবহ হামলাগুলো চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার জানায়, ওই হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন>>

নাইজেরিয়ায় বোকো হারামের তাণ্ডব, নিহত ৮১ নাইজেরিয়ায় সেনা ঘাঁটিতে হামলায় ২০ সেনা নিহত উল্টে যাওয়া ট্যাংকার থেকে তেল সংগ্রহে ভিড়, বিস্ফোরণে নিহত ৭০

সরকারের মুখপাত্র আইজ্যাক উজান গণমাধ্যমকে বলেন, স্থানীয় নিরাপত্তা সংস্থা এবং স্বেচ্ছাসেবকরা হামলার ঘটনার কাছাকাছি ঝোপঝাড়ে চিরুনি অভিযান চালানোর সময় সোমবার আরও হতাহতের খবর নিশ্চিত করেছে।

Advertisement

এর আগে, রাজ্যের স্থানীয় সম্প্রদায়গুলোকে অব্যাহত ভয়াবহ আক্রমণ বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বেনুয়ের গভর্নর হায়াসিন্থ আলিয়া।

সাম্প্রতিক মাসগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর ধারাবাহিক আক্রমণের সাক্ষী হয়েছে নাইজেরিয়া। এছাড়া দেশটিতে সশস্ত্র ডাকাতির ঘটনাও বারবার ঘটেছে।

সূত্র: শিনহুয়া, ইউএনবিকেএএ/

Advertisement