শিক্ষা

পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি

পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি

দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে আট সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Advertisement

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) এবং সদস্যসচিব হিসেবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিবকে (কারিগরি অধিশাখা) দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

Advertisement

৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

সদস্য হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের (পরিকল্পপনা ও উন্নয়ন) পরিচালক, ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস বাংলাদেশের (প্রাক্তন অধ্যক্ষ, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ) অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, সিলেট ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল মুফতী এবং কারিগরি ছাত্র আন্দোলনের প্রধান কার্যনির্বাহী উপদেষ্টা রহমত উল আলম।

আদেশে বলা হয়, এ কমিটি আগামী তিন সপ্তাহের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়ন রূপরেখার একটি প্রতিবেদন দাখিল করবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

এএএইচ/এমকেআর/এমএস

Advertisement