বয়সটা ৩৮ ছুঁইছুঁই। মুশফিকুর রহিমকে বয়সের ভারে পেয়ে বসেছে? টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই, কদিন আগে ওয়ানডে ছেড়েছেন এক বুক অভিমান নিয়ে। বাকি শুধু টেস্ট। পারফরম্যান্সের যে অবস্থা, তাতে আর কতদিন এই ফরম্যাটে মুশফিক খেলা চালিয়ে যেতে পারবেন; সেই প্রশ্ন উঠছে জোরেসোরেই।
Advertisement
সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসেই সমান ৪ রান করে আউট হয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। এক টেস্টে এমন হতেই পারে!
কিন্তু পরিসংখ্যান বলছে, টেস্টে দীর্ঘদিন বড় ইনিংস নেই মুশফিকের ব্যাটে। সবশেষ ১২ ইনিংসে ফিফটির দেখা পাননি। দুই টেস্টের সবশেষ চার ইনিংসে সর্বোচ্চ ৪।
২০২৪ সালের আগস্টে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৯১ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছিলেন। এরপর প্রায় আট মাস ব্যাটে রান নেই। সবশেষ ১২ ইনিংসে ৯ বারই বিশের নিচে আউট হয়েছেন মুশফিক। সর্বোচ্চ রান ৩৭।
Advertisement
জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে দুই ইনিংসেই মুশফিক আউট হয়েছেন ৪ রান করে। মনে হচ্ছে, আগের সেই ধার আর নেই তার ব্যাটে।
বয়সটাও অনুকূলে নয়। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে টানা অফফর্ম মুশফিক-ভক্তদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। দুই ফরম্যাট ছেড়েছেন, টেস্টে অন্তত তাকে আরও বছর দুয়েক দেখতে চান সমর্থকরা। কিন্তু তার জন্য ফর্মটা তো থাকতে হবে!
এমএমআর/এমএস
Advertisement