দেশজুড়ে

সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে ফেরি চলাচল বন্ধ হচ্ছে কাল

সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে ফেরি চলাচল বন্ধ হচ্ছে কাল

সাগর উত্তাল থাকায় সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে চলাচল করা ফেরি আগামীকাল থেকে বন্ধ হচ্ছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ফেরি বন্ধের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা।

Advertisement

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে বর্তমানে কপোতাক্ষ নামে যে ফেরিটি চলছে সেটি নদীতে চলাচল উপযোগী। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত সন্দ্বীপ চ্যানেল খুব উত্তাল থাকে। ফলে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে গত ২৪ মার্চ নৌপথটিতে ফেরি চলাচল শুরু হয়। কপোতাক্ষ নামের এ ফেরির মাধ্যমে যাত্রী পরিষেবা দেওয়া হচ্ছিল। ফেরিটির চলাচল বন্ধ করার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা। এ সিদ্ধান্তের প্রতিবাদে সন্দ্বীপ যাত্রী কল্যাণ পরিষদ নামে একটি সংগঠন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মূল ফটকে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান জাগো নিউজকে বলেন, সামুদ্রিক রুটে এসময়ে কপোতাক্ষের চলাচল ঝুঁকিপূর্ণ। এখন আবহাওয়া ভালো নয়। তাই এ ফেরিটি অভ্যন্তরীণ নৌরুটে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কপোতাক্ষকে ফিরিয়ে নেওয়ার পর সীতাকুণ্ড-সন্দ্বীপ ফেরিঘাটটিও আপাতত সচল রাখা যাচ্ছে না। তবে বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমভি মালঞ্চ দিয়ে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।

Advertisement

তিনি আরও বলেন, এ রুট থেকে কপোতাক্ষ ফেরিটি চাঁদপুরে ফিরে যাবে। রুটে দুটি সি-ট্রাক নিয়ে আসার প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ হতে জুন পর্যন্ত সময় লাগতে পারে। কোনো যানবাহন আটকে না পড়া সাপেক্ষে বুধবার থেকে ফেরি চলাচল বন্ধ করা হবে।

কপোতাক্ষ ফেরিচালক সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত ফেরি বন্ধের বিষয়টি কেউ আমাকে জানায়নি। আজ বাঁশবাড়িয়া ঘাট থেকে গুপ্তাছড়া ঘাটে চারবার আসা-যাওয়া করেছি। আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললে ফেরি বন্ধ করে দেব।

এদিকে ফেরি বন্ধের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে সন্দ্বীপ যাত্রী কল্যাণ পরিষদ। সংগঠনটির অন্যতম সমন্বয়কারী ওমর ফয়সাল বলেন, ‘বিরূপ আবহাওয়ায় ফেরি বন্ধ হতে পারে। তবে ঘাট অচল করে ফেরিটি অন্যত্র নিয়ে যাওয়ার প্রতিবাদ জানাচ্ছি আমরা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা জাগো নিউজকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন আগামী দুদিনের মধ্যে কপোতাক্ষ ফেরি বন্ধ করে দেওয়া হবে। এর বিকল্প হিসেবে একটা শিপ চলতে পারে। তবে সরকারিভাবে কখন কোস্টাল ফেরি আনা হবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

Advertisement

এম মাঈন উদ্দিন/আরএইচ/এএসএম