খেলাধুলা

ঘুরে দাঁড়িয়ে ১১২ রানের লিড বাংলাদেশের, শান্ত-জাকেরের ব্যাটে ভরসা

ঘুরে দাঁড়িয়ে ১১২ রানের লিড বাংলাদেশের, শান্ত-জাকেরের ব্যাটে ভরসা

সিলেট টেস্টে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা। জবাবে ২৭৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে প্রথম ইনিংসেই ৮২ রানে পিছিয়ে পড়ে নাজমুল হোসেন শান্তর দল।

Advertisement

তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ১৯৪ রান তুলেছে স্বাগতিকরা। এখন পর্যন্ত লিড ১১২ রানের।

শেষ বিকেলে দলকে ভরসা দিয়েছেন অধিনায়ক শান্ত আর জাকের আলী। ১৫.২ ওভার ব্যাটিং করে এখন পর্যন্ত তারা অবিচ্ছিন্ন আছেন ৩৯ রানে।

এরই মধ্যে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন শান্ত। ১০৩ বলে ৭ বাউন্ডারিতে ৬০ রানে অপরাজিত আছেন বাংলাদেশ অধিনায়ক। ৬০ বলে ৩ বাউন্ডারিতে জাকের অপরাজিত ২১ রানে।

Advertisement

এর আগে ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামে বাংলাদেশ। দিনের খেলা সময়মতো শুরু করা যায়নি বৃষ্টির কারণে। সকাল থেকেই হয়েছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সিলেটের আকাশের অবস্থা দেখে পুরো দিনের খেলাই ভেস্তে যাওয়ার আশঙ্কা করেছিলেন কেউ কেউ। কিন্তু না। প্রায় দুই ঘণ্টা পর হলেও অবশেষে বৃষ্টি থামে। এরপর দুপুর ১টায় খেলা শুরু হয়।

খেলা শুরুর কিছুক্ষণ পরই উইকেট বিলিয়ে দিয়েছেন জয়। দিনের সপ্তম ওভারে জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির বলে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন তিনি। ৬৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন ২৪ বছর বয়সী ব্যাটার।

তৃতীয় উইকেটে দেখেশুনে খেলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ৬৫ রানের জুটিও করে ফেলেছিলেন। কিন্তু ৩৫তম ওভারের শেষ বলে জিম্বাবুয়েকে ব্রেকথ্রু এনে দেন ভিক্টর নুয়াসি। বাঁহাতি মুমিনুলকে উইকেটরক্ষক নায়াশা মায়ভোর হাতের ক্যাচ বানান তিনি।

৮৪ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরত যান মুুমিনুল। প্রথম ইনিংসে ফিফটি করলেও এবার আউট হন মাত্র ৩ রান দূরে। দলীয় ১৩৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

Advertisement

এরপর দলীয় স্কোরকার্ডে ১৭ রান যোগ হতেই সাজঘরে ফেরত যান অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ২০ বলে ৪ রান করে ব্লেসিং মুজারাবানির বলে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ হন তিনি। মুশফিকের আউটের পরপরই পড়ে চা বিরতির ঘণ্টা।

এমএমআর/এমএস