বিনোদন

নতুন ডনের সঙ্গে রোমান্স করবেন কৃতি

নতুন ডনের সঙ্গে রোমান্স করবেন কৃতি

রণবীর সিংকে নিয়ে বলিউডের তুমুল জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি ফিরিয়ে আনছেন ফারহান আখতার। শুটিংয়ের সব প্রস্তুতি প্রায় শেষ।

Advertisement

বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ডন ৩’ এবার প্রধান নারী চরিত্রের অভিনেত্রীও পেয়ে গেছে। সূত্র বলছে, কৃতি স্যাননই হচ্ছেন নতুন ডনের নায়িকা।

সূত্র অনুযায়ী, কৃতি ইতোমধ্যেই প্রাথমিকভাবে রাজি হয়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যেই চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। নির্মাতা ফারহান আখতার ও তার প্রযোজনা সংস্থা একজন অভিজ্ঞ ও শক্তিশালী অভিনেত্রী খুঁজছিলেন চরিত্রটির জন্য। প্রাথমিকভাবে কিয়ারা আদভানিকে নেওয়ার কথা থাকলেও গর্ভাবস্থার কারণে তাকে সরে দাঁড়াতে হয়েছে। এরপর কৃতিকে উপযুক্ত বলে মনে করছে ছবিটির টিম।

দীর্ঘ এক দশকের বেশি সময় পর ফারহান আখতার পরিচালনায় ফিরছেন এই ছবির মধ্য দিয়েই। ‘ডন’ সিরিজে এর আগে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। এবার রণবীর সিং হয়ে উঠছেন নতুন প্রজন্মের ডন।

Advertisement

সূত্র আরও জানিয়েছে, আসছে অক্টোবরে ইউরোপের বিভিন্ন লোকেশনে হবে ছবির শুটিং। যার বেশিরভাগ অংশ ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। ছবির স্ক্রিপ্ট লক করা হয়েছে, এবং এখন চলছে অ্যাকশন ডিজাইন ও সামান্য সংলাপ পরিমার্জনের কাজ।

এর আগে কৃতি স্যানন শেষ করছেন আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ এবং দিনেশ ভিজান প্রযোজিত ‘ককটেল ২’ ছবির কাজ। এছাড়াও ২০২৬ সালের জন্য একটি হরর থ্রিলার ‘নাই নবেলি’-তে আলোচনায় রয়েছেন কৃতি।

এলআইএ/এএসএম

Advertisement