চলতি বছরের এপ্রিলে এক লাখের বেশি আফগান শরণার্থী পাকিস্তান ছেড়েছেন। বসবাসের অনুমতি বাতিলের পর বাধ্য হয়ে পাকিস্তান ছাড়ছেন তারা।
Advertisement
এসব আফগানদের সন্ত্রাসী ও অপরাধী আখ্যা দিয়ে পাকিস্তান সরকার ১ এপ্রিল থেকে অভিযান শুরু করে। লক্ষ্য হলো তাদের বিতাড়িত করা।
বিশ্লেষকরা মনে করছেন, তালেবান সরকারের ওপর চাপ তৈরি করতেই পাকিস্তান এই পদক্ষেপ নিয়েছে। কারণ সম্প্রতি সীমান্তে হামলা বেড়েছে। যার জন্য মূলত তলেবান সরকারকে দায়ী করে থাকে পাকিস্তান।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে জানিয়েছে, এপ্রিল মাসে এক লাখ ৫২৯ জন আফগান শরণার্থী নিজ দেশে চলে গেছেন।
Advertisement
এর আগে তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে আফগানিস্তানে যান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। শরণার্থীদের নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই তিনি এই সফর করেন।
পাকিস্তানে গ্রেফতার ও পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় প্রায় প্রতিদিনই এ সব শরণার্থীরা সীমান্তের দিকে যাচ্ছে বলে জানা যাচ্ছা।
জাতিসংঘের শরণার্থী সংস্থা শুক্রবার জানিয়েছে, এসব শরণার্থীরা এমন একটি দেশে প্রবেশ করছে যেখানে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ এবং নারীদের অনেক ক্ষেত্রে কাজ করতে বাধা দেওয়া হয়।
সূত্র: এএফপি
Advertisement
এমএসএম