দ্বিতীয় ইনিংসের তৃতীয় উইকেটে দেখেশুনে খেলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ৬৫ রানের জুটিও করে ফেলেছিলেন। কিন্তু ৩৫তম ওভারের শেষ বলে জিম্বাবুয়েকে ব্রেকথ্রু এনে দেন ভিক্টর নুয়াসি। বাঁহাতি মুমিনুলকে উইকেটরক্ষক নায়াশা মায়ভোর হাতের ক্যাচ বানান তিনি।
Advertisement
৮৪ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরত যান মুুমিনুল। প্রথম ইনিংসে ফিফটি করলেও এবার আউট হন মাত্র ৩ রান দূরে। স্বাভাবিকভাবেই হতাশ মুুমিনুল। দলীয় ১৩৮ রানে তৃতীয় উইকেট হারিযে হতাশ বাংলাদেশও।
এরপর দলীয় স্কোরকার্ডে ১৭ রান যোগ হতেই সাজঘরে ফেরত যান অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ২০ বলে ৪ রান করে ব্লেসিং মুজারাবানির বলে প্রথম স্লিপে ক্রেইগ আরবিনের হাতে ক্যাচ হন তিনি।
মুশফিকের আউটের পরপরই পড়ে চা বিরতির ঘণ্টা। বাংলাদেশের সংগ্রহ এখন ৪১.৪ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ১৫৫ রান। শান্ত ৪৪ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের লিড এখন ৭৩ রানের।
Advertisement
সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা সময়মতো শুরু করা যায়নি বৃষ্টির কারণে। সকাল থেকেই হয়েছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সিলেটের আকাশের অবস্থা দেখে পুরো দিনের খেলাই ভেস্তে যাওয়ার আশঙ্কা করেছিলেন কেউ কেউ। কিন্তু না। প্রায় দুই ঘণ্টা পর হলেও অবশেষে বৃষ্টি থামে। এরপর দুপুর ১টায় খেলা শুরু হয়।
খেলা শুরুর কিছুক্ষণ পরই উইকেট বিলিয়ে দিয়েছেন জয়। দিনের সপ্তম ওভারে জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির বলে প্রথম স্লিপে ক্রেইগ আরবিনের হাতে ধরা পড়েন তিনি। ৬৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন ২৪ বছর বয়সী ব্যাটার।
গতকাল সোমবারই দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ১৩ ওভার ব্যাটিং করে ১ উইকেটে ৫৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে নাজমুল হোসেন শান্তর দল।
এর আগে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ২৭৩ রান করে ৮২ রানের লিড পায় জিম্বাবুয়ে।
Advertisement
এমএইচ/এমএস