সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে জিলান মিয়া (৩৮) নামে এক মাঝির মৃত্যু হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ বাজারের অদূরেই কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত জিলান মিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামে মৃত নাছিম মিয়ার ছেলে। তিনি নৌকা চালাতেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, জিলান মিয়া নৌকা চালান। প্রতিদিনের মতো সকালে বের হলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
Advertisement
আহমেদ জামিল/এএইচ/এএসএম